মা ই কি তবে সন্তানের সব বোঝে !
মা পৃথিবীতে সন্তানের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত মস্তবড় সম্পদ/নিয়ামত। যতবারই তাদের কাছে/সানৃদ্ধে আসি ততবারই যেন অবাক হই তাদের ব্যবহারে, কাজকর্মে, আয়োজনে। মাঝে মাঝে মনে হয় তারা কি সত্যিই কোন জাদুকর, যে তারা আমাদের মনের সব কথা বোঝে।
আজ অবধি শত কষ্টেও কখনো মুখ থেকে শোনা যায়নি আমার এটা লাগব, ওটা লাগবে বরং এখনো বলে তোর বেশি সমস্যা হলে বল আমি বেঁচে থাকতে তুমি কোন চিন্তা করবে না। শুধু আমি নয় আমরা সবাই মা বাবাকে তাদের সর্বোচ্চ আসনে রেখেই বাকি জীবন চালাতে চাই। যখনই বাসায় আসি মায়ের হাসি মাখা মুখ খানি দেখেই ভুলে যাই পৃথিবীর সব দুঃখ, ব্যাথা, ক্লান্তি আর অবসাদ। তৈরি হয় শ্রদ্ধা, সম্মান আর অফুরন্ত ভালোবাসা যা হয়তো কাউকে বলে বোঝানো যাবেনা। ভালো থাকুক পৃথিবীর সকল মা। নিজে ভালো থাকি, মাকে ভালোরাখি।

ma preteber sesto sompod
ReplyDeletePost a Comment